শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী বাজারের ‘বাটা শোরুমে চুরি

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৫, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
ঈশ্বরদী বাজারের ‘বাটা শোরুমে চুরি

ঈশ্বরদী বাজারের স্টেশন রোডের বাটা শোরুমে শুক্রবার রাতে চুরির হয়েছে। আজ শনিবার ( ৫ ফেব্রুয়ারি ) দুপুরে শোরুমের নিরাপত্তা নিশ্চয়তা প্রসঙ্গ ও চুরি উদঘাটনে ইনচার্জের সঙ্গে নিয়ে এক বিশেষ বৈঠক করেছেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ।

শোরুমের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (ইনচার্জ) খোরশেদ আলম জানান, শনিবার সকালে শোরুম খুলতে গিয়ে তিনি দেখেন গেটে নতুন দুটি তালা লাগানো। এতে তিনি সংশয় পড়ে যান। পরে স্থানীয় দোকানদারদের সঙ্গে নিয়ে তালা খুলে ভেতরে ঢুকে টের পান রাতে চুরি হয়েছে। শোরুমের ভেতরে থেকে চোর জুতা-সেন্ডেল কাগজপত্রসহ নগদ ৩১ হাজার ৬০৮ টাকা নিয়ে গেছে।

তিনি আরও জানান, চোরেরা এসময় পাশের একটি স্বর্ণের দোকানে ঢোকার জন্য শোরুমের ভেতরে ইটের দেওয়াল কেটে ঢোকার চেষ্টাও করেছিলো। কিন্তু পারেনি। বিষয়টি পুলিশ এবং শিল্প ও বণিক সমিতিকে জানানো হয়েছে। বণিক সমিতি ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ জন্য চেষ্টা করছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে বাটা শোরুম
কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>