বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদী থানায় ‍‍‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
ঈশ্বরদী থানায় ‍‍‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঈশ্বরদীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি ) দুপুরে থানা চত্ব্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান। এসময় তিনি আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুসহ আরও অনেকে।

সভায় পুলিশ সুপার উপস্থিত সবাইকে উদ্দেশ করে বলেন, কেউ কখনও কোনো অপরাধের সহযোগী হবেন না আর নিজেও করা থেকে বিরত থাকবেন।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।

এতে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ