বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি করতে নাম প্রস্তাব-প্রস্তাবিত নামগুলো

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ২:০০ অপরাহ্ণ
ঈশ্বরদী উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি করতে নাম প্রস্তাব-প্রস্তাবিত নামগুলো

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নতুন কমিটি সম্মেলনের সাড়ে চার মাস পর জমা পড়েছে জেলা কমিটিতে। বুধবার ( ১৬ ফেব্রুয়ারি )

দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ প্রবীণ নেতা নুরুজ্জামান বিশ্বাস জেলা কমিটিতে পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এখনই তা অনুমোদন হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘এখন আমাদের পাবনা জেলা কমিটি নিয়ে ব্যস্ততা আছে। তবে দলীয় সভায় নামগুলো যাচাই-বাছাই ও আলোচনা করে উপজেলা কমিটির নাম অনুমোদন দেওয়া হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি সম্মেলনের পর ঈশ্বরদী উপজেলা পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।

গত বছরের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত দলের ত্রিবার্ষিক উপজেলা কাউন্সিলে সরাসরি ভোটে নায়েব আলী বিশ্বাস সভাপতি ও আবুল কালাম আজাদ মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

কমিটির প্রস্তাবিত নাম গুলো:
সহসভাপতিমন্ডলী : মোঃ রশিদুল্লাহ, গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাবান সর্দার, মোঃ আলাউদ্দিন, আকরাম হোসেন খান, আ.ত.ম. নাসিম, আমিনুর রহমান দাদু, ফজলুর রহমান মালিথা, শহিদুল আলম পাখি, যুগ্ম সাধারণ সম্পাদক : সালাম খান, মুরাদ মালিথা, সাইফুজ্জামান পিন্টু, সাংগঠনিক সম্পাদক : মিনহাজ ফকির, শফি বিশ্বাস, শাহিন, কোষাধ্যক্ষ : রতন মহলদার, প্রচার সম্পাদক : তৈয়ব আলী শফি বিশ্বাস, দফতর সম্পাদক : চঞ্চল, মোঃ আশরাফ, সমাজ কল্যাণ সম্পাদক : ভাদু, মহিলা সম্পাদিকা : আতিয়া ফেরদৌস কাকলি।

কার্যকরী সদস্য : কনক শরীফ, হাবিবুল ইসলাম হব্বুল, আতাউর রহমান বাবু ফকির, রুহুল ইসলাম স্বপন ফকির, ময়নুল ইসলাম মিন্টু, জুলমত হায়দারসহ ৭১-সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি।

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর গত বছর ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হন নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক হন আবুল কালাম আজাদ মিন্টু। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) এস এম কামাল হোসেন সম্মেলন শেষে রাতেই উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত ওই দু’জনের নাম ঘোষণা করেন। কমিটির বাকি সদস্যদের নাম দ্রুত ঘোষণা করার কথা থাকলেও করোনা সংকটসহ নানা কারণে তা করা সম্ভব হয়নি বলে দলীয় সূত্রগুলো দাবি করেছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>