শুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ১৪, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবিষ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি জিডি করেছেন ইউএনও। আজ শুক্রবার ওই ঘটনা ঘটে।

উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আজ আজ বেলা সাড়ে ১১টার দিকে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে ইউএনওর সহকারী পরিচয় দিয়ে ফোন করা হয়। এ সময় ওপর প্রান্ত থেকে একজন উপজেলার একটি রাস্তার কাজ পাইয়ে দিতে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা দাবি করেন। ব্যাপারটি প্রতারণা বুঝতে পেরে তিনি ফোনের লাইনটি কেটে দেন।

এ বিষয়ে ইউএনও পি এম ইমরুল কায়েস বলেন, উপজেলার কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদ সচিবকে এভাবে ফোন করে টাকা চাওয়া হয়েছে। চেয়ারম্যানরা তাৎক্ষণিক তাঁকে ফোন করে ব্যাপারটি জানিয়েছেন। তাঁর সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র এমন করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>