দ্রুত বেতন পরিশোধের’ আশ্বাসে ট্রেন চালানো বন্ধ ও কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতি। আজ মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচি স্থগিত করা হয় বলে সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি নিশ্চিত করেছেন।
রবিউল ইসলাম বলেন, ‘দাবির বিষয়টি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর নবনিযুক্ত মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সোমবার রাতে মহাব্যবস্থাপক রাজশাহী থেকে মোবাইলে দ্রুতই তাঁদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি মঙ্গলবার সকাল থেকে প্রত্যাহার করে নিয়েছি।
বেতন বন্ধ, মঙ্গলবার থেকে ট্রেন চালাবেন না স্টাফ-কর্মচারীরাবেতন বন্ধ, মঙ্গলবার থেকে ট্রেন চালাবেন না স্টাফ-কর্মচারীরা।
উল্লেখ্য, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির পক্ষ থেকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের জন্য দাবি জানিয়ে আসছিল। সোমবার পর্যন্ত এর সময়সীমা বেঁধে দেওয়া ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ট্রেন চালানো বন্ধ ও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেয়।