ঈশ্বরদীতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাকিবুর রহমান শরীফ কনক।
বর্ণাঢ্য র্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাওন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার মোঃ আরমান, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগ নেতা মো বকুল রহমান, সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আতিক, মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক বাপ্পি, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লা সহ পৌর, কলেজ ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।