বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঈশ্বরদীর রূপপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধনের পর মন্ত্রী বলেন, আইইএর গাইড লাইন অনুযায়ী রূপপুর প্রকল্পে কাজ চলছে। সে বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে কাজ এগিয়ে চলেছে।
মন্ত্রী আরও বলেন, আগামী ১০০ বছরের নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে বহুস্তরের নিরাপত্তাবলয় নির্মাণের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত বিদ্যুৎ উৎপাদনে সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। বাংলাদেশ সেনাবাহিনী এ কাজে সহযোগিতা করছে। এরই মধ্যে তারা প্রশিক্ষণও নিয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, পারমানবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেলে, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রাশান ফেডারেশন কর্তৃক প্রকল্পটির নির্মাণ করা হচ্ছে।
দেশের অন্যতম উন্নয়ন প্রকল্পের মধ্যে পাবনা ঈশ্বরদীর রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কথা আজ সারা বিশ্বের কাছে পরিচিত নাম। ২৪০০ মেগওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ এই প্রকল্পের কাজের চলতি বছরের ১০ অক্টবর প্রথম রিয়্যাক্টর প্রেসার ভেসের বা চুল্লি স্থাপন করা হয়। দৃশ্যমান এই বৃহৎ বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
পরে প্রকল্পের উদ্দেশ্য নিয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও রাশিয়ান স্টেট করপোরেশন রোসাটমের বৈদেশিক প্রকল্পপ্রধান রুসলান বাইচুরিন, ব্রিগেডিয়ার আব্দুল্লাহ ইউসুফ, কর্নেল মো. কবির উদ্দিন শিকদার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস ও সংরক্ষিত আসনের নাদিরা ইয়াসমিন জলি, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক মালিথা, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবরসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশিষ্টজন।
প্রকল্প সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নিরাপত্তা ও ভৌত অবকাঠামো সেল (এনএসপিসি) বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় জেএসসি এলেরেন রাশান ফেডারেশন কর্তৃক প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে।