শনিবার , ১৮ ডিসেম্বর ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে পাওয়ার ট্রলির ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ১৮, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
ঈশ্বরদীতে পাওয়ার ট্রলির ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

ঈশ্বরদী উপজেলায় ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলির ধাক্কায় অটোভ্যানে থাকা যাত্রী আকতার আলী বিশ্বাস (৭০) নিহত হয়েছেন। এতে ভ্যানের চালকসহ এক যাত্রী আহত হয়েছেন।

তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জয়নগর বোর্ডঘর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

আলী বিশ্বাস উপজেলার সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী বাসিন্দা।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার জানান, শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় পাবনার থেকে কুষ্টিয়ার দিকে পাওয়ার ট্রলি আসছিল।

পাওয়ার ট্রলিটি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর এলাকায় তেলপাম্পের সামনে এসে ট্রলির একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে পাকশীর রূপপুর থেকে আসা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানটি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে একজন যাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এতে চালক অপর আরেকজন যাত্রী আহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।
রেজাউল বাশার জানান, নিহত ভ্যান যাত্রীর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের লোকজনকে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাওয়ার ট্রলি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভুক্ত হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>