বুধবার , ৮ ডিসেম্বর ২০২১ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

আটঘরিয়ায় নৌকা প্রার্থীর তিন সমর্থককে কুপিয়ে জখম

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ৮, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
আটঘরিয়ায় নৌকা প্রার্থীর তিন সমর্থককে কুপিয়ে জখম

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের তিন সমর্থককে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একদন্ত বাজারে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একদন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন আলালের সমর্থকরা নৌকা প্রতীকের মহসিন আলী মোল্লার সমর্থকদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন রফিকুল ইসলাম, রকিবুল ও শরিফ হোসেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মহসিন আলী মোল্লা বলেন, আমার সমর্থকরা একদন্ত বাজারে প্রচারণা চালাতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন আলালের সমর্থকরা অর্তকিত হামলা চালায়। এ সময় আমার তিন কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন আলাল অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা প্রতীকের সমর্থকরা আমার অফিসে হামলা করলে আমার সমর্থকরা প্রতিহত করেছে মাত্র। আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>