বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. তারুণ্য
  11. দাশুড়িয়া
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. পাকশী
  15. পাবনা

মালাবদল হয়ে গেল ক্যাট–ভিকির

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ৯, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ

সব জল্পনাকল্পনার অবসান হলো। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের ‘লাভ বার্ড’ ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ধুমধাম করে বিয়ে করলেন তাঁরা।লাল রঙের লেহেঙ্গা, ভারী অলংকার, মাথায় সাদা ফুলের মালা জড়িয়ে কনের সাজে ক্যাটরিনা কাইফ ছিলেন অপরূপা। এদিকে ভিকি ছিলেন অফ হোয়াইট শেরওয়ানিতে। হিন্দু রীতি মেনে বিকেলে সাত পাকে বাঁধা পড়লেন ভিকি আর ক্যাট। নবদম্পতিকে আতশবাজি আর ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের এই নবদম্পতির ছবি ইতিমধ্যে চলে এসেছে।

ভিকি আর ক্যাটরিনা ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন । ছবি : ইনস্টাগ্রাম

ভিকি আর ক্যাটরিনা ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন। ভিকি-ক্যাটের অনুরাগীরা তাঁদের বর-কনের বেশের ছবি দেখে দারুণ খুশি। জানা গেছে, স্থানীয় গ্রামবাসীর জন্য হোটেল থেকে মিষ্টি পাঠানো হয়েছে।

বিয়েতে ভিকি আর ক্যাটরিনার পরিবারের সবাই উপস্থিত ছিলেন। জানা গেছে, আজ সকালে অতিথিদের জন্য কোর্টিল রেস্তোরাঁয় ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল। দুপুর ১২টা থেকে রাজপুতানা আন্দাজে বিয়ের তোড়জোড় শুরু হয়।

খোলা বাগানে হয় বিয়ের অনুষ্ঠান। ভিন্টেজ গাড়িতে চড়ে বরযাত্রী নিয়ে হাজির হন ‘উরি’ অভিনেতা ভিকি কৌশল। অভিনেতার বাবা শ্যাম কৌশল সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অর্জুন কাপুর, করণ জোহর, ফারহা খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, গুরুদাস মানসহ আরও অনেকে বিয়ের সময় উপস্থিত ছিলেন। সারা আলী খান, অক্ষয় কুমার, শাহরুখ খান, বিরাট কোহলি, আনুশকা শর্মা, আম্বানি পরিবার একটু বেশি রাতে সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছাবে। অনেক রাত পর্যন্ত পুল সাইড পার্টি চলার কথা।

বিয়ের পর হাস্যোজ্জ্বল দুই তারকা। ছবি : ইনস্টাগ্রাম

ভিন্টেজ গাড়িতে চেপে বরযাত্রীরা বিয়ের আসরে এসেছিলেন। ঘোড়ার রথে চড়ে ভিকি বিয়ের মণ্ডপে এসেছিলেন। সন্ধ্যাবেলার মধ্যে বিয়ের সব রীতিনীতি শেষ হয়ে যায়। ভিকি আর ক্যাটরিনা শুরু থেকেই তাঁদের বিয়েটা একান্ত গোপন রেখেছিলেন। জানা গেছে, বাইরের কেউ যাতে ছবি তুলতে না পারেন, এর জন্য দুর্গের জানালা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!