সোমবার , ৬ ডিসেম্বর ২০২১ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. তারুণ্য
  11. দাশুড়িয়া
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. পাকশী
  15. পাবনা

ঈশ্বরদীতে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ৬, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ

ঈশ্বরদীতে সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুশপুত্তলিকা পুড়িয়েছেন পৌর যুবদলের নেতা-কর্মীরা। সোমবার রাত পৌনে ৮টার দিকে শহরের রেলগেটে যুবদলের ঝটিকা বিক্ষোভ মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরূপ মন্তব্যের প্রতিবাদে গত সোমবার ঈশ্বরদী পৌর যুবদলের নেতা-কর্মীরা আকস্মিকভাবে শহরের রেলগেট এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সদস্যসচিব এ কে এম সাজেদুজ্জামান জিতু, যুবদল নেতা রিয়াদ হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ।

এখানে সংক্ষিপ্ত বক্তব্যে জাকির হোসেন জুয়েল বলেন, প্রতিমন্ত্রী মুরাদ হাসান দীর্ঘদিন নীতি-নৈতিকতা, সামাজিকতা ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে চলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঝটিকা মিছিলের আগে কুশপুত্তলিকা দাহ করে স্লোগান দেন সংগঠনটির নেতা-কর্মীরা।

এদিকে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিলের পরপরই ঈশ্বরদী থানা-পুলিশ জাকির হোসেন জুয়েলের পিয়ারাখালির বাড়িতে অভিযান চালায়। তবে কাউকে আটক করা হয়নি।

অভিযানের সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, রাস্তার মধ্যে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করায় এ অভিযান চালানো হয়েছে।

আরো পড়ুন-

তিনি ফল পেয়েছেন, সৌদি আরব থেকে ভিডিও বার্তায় মাহী

প্রতিমন্ত্রী মুরাদ ছাত্রদল করতেন: ফখরুল

প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ

প্রতিমন্ত্রী ও মাহির ভাইরাল হওয়া ফোনালাপটি সত্য -ইমন

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!