রবিবার , ২৮ নভেম্বর ২০২১ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদী ইউপি নির্বাচনে নৌকা ৬, স্বতন্ত্র ১

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ২৮, ২০২১ ২:০৪ অপরাহ্ণ

ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে ভোট হয়েছে। সেখানে নৌকা প্রতীকে তিনজন ও অপর একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আগেই আওয়ামী লীগের তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এরা হলেন- পাকশী ইউপিতে মো. সাইফুজ্জামান পিন্টু, মুলাডুলি ইউপিতে আবদুল খালেক মালিথা এবং দাশুড়িয়া ইউপিতে নুরুল ইসলাম বকুল সরদার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দাশুড়িয়া নুরুল ইসলাম বকুল সরদার, পাকশী মো. সাইফুজ্জামান পিন্টু, মুলাডুলি আবদুল খালেক মালিথা


৭টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন ১২ জন। ভোটকেন্দ্র ছিল ৮১টি। ভোটার ২ লাখ ১২ হাজার ৬২৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১ হাজার ৪৭৩ এবং পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৬৪ জন।


রোববার সকাল থেকে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ফলাফলে সাঁড়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ইমদাদুল হক রানা সরদার বিজয়ী হন। এখানে হেরে যান চশমার জুয়েল চৌধুরী।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এমলাক হোসেন বাবু

উপজেলার সাহাপুর ইউপি নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আকাল উদ্দিন সরদারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এমলাক হোসেন বাবু।

লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে আনিস উর রহমান শরীফ আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের আনিসুল হক মোল্লা।

ছলিমপুরে ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আব্দুল মজিদ বাবলু মালিথা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটর সাইকেল প্রতীকের আতিয়ার রহমান।

ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন-

ঈশ্বরদীতে ভোটে হেরে ব্যালট ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৮

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!