ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১ জন গুরুতর আহত হয়ে ফ্রি মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী-পাবনা সড়কের ভবানীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহত হলেন, উপজেলার ভাড়ইমারী এলাকার আলহাজ্ব মো. নবীর উদ্দিনের ছেলে মো. আইনুল হক এবং অপর মৃত্যু ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঘটনা সূত্রে জানাযায়, পাবনা থেকে একটি সিএনজি গার্মেন্টস পন্য বোঝাই করে ঈশ্বরদীতে আসার পথে ভবানীপুর এলাকায় এসে চালক তার গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে পথচারী এক বৃদ্ধকে চাপা দিলে ঘটনা স্থলেই সিএনজি উল্টে যায়। এ সময় গাড়ীতে থাকা যাত্রীসহ পথচারী মারাত্বক ভাবে যখম হয়।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মৃত্যু ব্যক্তির নাম পরিচয় না জানায় তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দূর্ঘটনায় কবলিত গাড়িটি পুলিশি হেফাজতে থাকলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।