সোমবার , ১৫ নভেম্বর ২০২১ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. তারুণ্য
  11. দাশুড়িয়া
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. পাকশী
  15. পাবনা

ঈশ্বরদীতে ৬ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পেলেন ‘বীর নিবাস’

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ১৫, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ৬ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পেলেন ‘বীর নিবাস’

উজ্জল হোসাইন প্রধান : ‘অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা আবাসন নির্মাণ প্রকল্পে’র আওতায় প্রথম পর্যায়ে ঈশ্বরদীর ৬ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’।

মুক্তিযোদ্ধাদের এই বাড়ি নির্মাণের জন্য আজ সোমবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়।

উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থা শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুজ্জামান প্রিন্স।

এসময় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, সমবায় অফিসার৬ আমজাদ হোসেনসহ ঠিকাদার ও সুধিজন উপস্থিত ছিলেন।

জানা যায়, আবাসনের জন্য আবেদনকারী ৪৬ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার মধ্যে ১২জনকে নির্বাচন করা হয়। প্রথম পর্যায়ে ৬ জনের বাড়ি নির্মাণের জন্য টেন্ডারে অংশগ্রহণকারী ১২২ ঠিকাদারের মধ্য হতে উন্মুক্ত লটারির মাধ্যমে মেসার্স বিসমিল্লাহ বিল্ডার্স নির্বাচিত হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণের প্রাক্কলিত ১৩ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!