আজীবন মানুষের কল্যানে কাজ করতে চান বিশিষ্ট নারী নেত্রী চম্পা জামান।
মানুষের কল্যানে নিজেকে আত্ম নিয়োগ করে মানুষের কল্যানে কাজ করতে চান।
বিশিষ্ট নারী নেত্রী, সমাজসেবী, করোণা যোদ্ধা নাটোর জেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা চম্পা জামান।
করোনা কালিন সময়ে হাজার হাজার অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার পৌঁছে দিয়ে খেতাব কুড়িয়েছেন করোনাযোদ্ধা।
ঈদসহ বিভিন্ন সময়ে গরীবের মাঝে শাড়ী লুঙ্গি নগদ টাকা সহ ঈদ সামগ্রী পৌছে দিয়ে বনেগেছেন মানবিক নেত্রী। তাছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠানে নগদ অর্থ সহয়তা প্রদান করেন চম্পা জামান।
এয়ারপোর্টে একাডেমীতে নিজ অর্থে তৈরি করেছে দৃষ্টি নন্দন শহীদ মিনার, এছাড়া গরীব ছেলে মেয়েদের লেখাপড়া, বিয়েসহ নানা বিষয়ে বরাবরই একজন দ্বায়িত্বশীল মানুষ হিসেবে করেছেন ব্যাপক সহযোগিতা। ২নং ঈশ্বরদী ইউনিয়নকে মাদক মুক্ত করতে যুব সমাজের মাঝে দিয়েছেন ফুটবল জার্সিসহ নানা সামগ্রী।
বহু গুনে গুনান্নিত এই বিশিষ্ট সমাজসেবী, নারী নেত্রী চম্পা জামান আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান চম্পা জামান।