শুক্রবার , ২৯ অক্টোবর ২০২১ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

লালপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৯, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ
লালপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু

নাটোরের লালপুরে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মোখলেসুর নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোখলেসুর রহমান ঈশ্বরপাড়া গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের ১৮ বিঘার একটি সরকারী খাস পুকুর দখলকে কেন্দ্র করে সাহাবুল গ্রুপের সাথে বাদশাহ গ্রুপের বিরোধ চলছিলো। সেই সূত্র ধরেই শুক্রবার সকালে বাদশাহ গ্রুপের হামলায় সাহাবুল গ্রুপের মোখলেছুর রহমান গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ