সোমবার , ২৫ অক্টোবর ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৫, ২০২১ ১০:২২ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নে ট্রাকচাপায় লুৎফর রহমান মুক্তার (৬৫) নামে এক পথচারী মুসল্লি নিহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে পাকশি-পাবনা আঞ্চলিক মহাসড়কের চররুপপুর জিগাতলা মোড়ে এ ঘটনা ঘটে।

লুৎফর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। ঈশ্বরদী রেলওয়েতে ওয়েম্যান হিসেবে দীর্ঘদিন চাকরি শেষে অবসর গ্রহণ করেছিলেন তিনি।

পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লুৎফর রহমান প্রতিদিনের মতই ফজরের নামাজ পড়তে জিগাতলা জামে মসজিদের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান তিনি।
তিনি জানান, ভোরের দিকে রাস্তায় লোকজন কম থাকায় ঘাতক ট্রাকটিকে কেউ আটক করতে পারেনি।

ফজর নামাজ শেষে মুসল্লিরা রাস্তার পাশে রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখে পরিচয় শনাক্ত করেন। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের স্বজনদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থলেই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>