বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. তারুণ্য
  11. দাশুড়িয়া
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. পাকশী
  15. পাবনা

ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১৪, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর

ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার(১৪ অক্টোবর) তৃতীয় ধাপে সারা দেশে ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর, দাশুড়িয়া, মুলাডুলি, লক্ষীকুন্ডা, পাকশী, সাঁড়া ও সলিমপুর ইউনিয়ন পরিষদের নাম রয়েছে।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আরও ১০টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবির খন্দকার।

হুমায়ুন কবির খন্দকার জানান, নির্বাচন কমিশনের ৮৭তম সভায় তৃতীয় ধাপে মোট ১ হাজার ৭টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন ১০টি পৌরসভায়ও ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সচিব আরও জানান, ১ হাজার ৭টির মধ্যে ৩১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিলে বলা হয়, মনোনয়ন দাখিলের শেষ সময় ২ নভেম্বর, বাছাইয়ের শেষ তারিখ ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১১ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!