দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৫৯ জন। অন্য ৫৮ জন দেশের বিভিন্ন এলাকার। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, চলতি বছরে আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ১১ হাজার ৭০৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ২৪৫ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭৫ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৫৪ জন।
এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানো ছাড়াও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবনমালিককে বিভিন্ন অংকের আর্থিক জরিমানা করা হচ্ছে।