অনেকদিন ধরেই সাদা পোশাকে কিপিং করছেন না মুশফিকুর রহিম। একপ্রকার জোর করেই তার কিপিং গ্লাভসজোড়া তুলে দেওয়া হয়েছে লিটন দাসের হাতে। রঙিন পোশাকেও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন নুরুল হাসান সোহান আর লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে এই কিপিং নিয়ে নাটক কম হয়নি। অবশেষে আজ তৃতীয় ম্যাচ হারের পর টাইগার কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, এই ফরম্যাটে মুশফিক আর কিপিং করতে চান না।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, দুই ম্যাচ করে নুরুল হাসান সোহান আর মুশফিকুর রহিমকে কিপিং ভাগাভাগি করে দেওয়া হবে। প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে মুশফিকুর রহিম। প্রথম চার ম্যাচে দুজনের পারফরম্যান্সের ভিত্তিতে ঠিক হবে পঞ্চম ম্যাচে উইকেটের পেছনে কে দাঁড়াবেন। এটা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। সাবেক অধিনায়ক মাশরাফিসহ অনেকেই মনে করেছিলেন, এটা মুশফিকের প্রতি অপমানজনক আচরণ।
কিন্তু আজ রবিবার তৃতীয় ম্যাচে দেখা গেল, কিপারের দায়িত্ব পালন করছেন সেই সোহান। আর ফিল্ডিং করছেন মুশফিক, যার আজ কিপিং করার কথা ছিল। দেশের ক্রিকেটাঙ্গনে আবারও গুঞ্জন শুরু হয়, কিপিং নিয়ে আবার নতুন কী নাটক তৈরি হলো! ম্যাচ শেষে বাংলাদেশের হারের চেয়েও তাই গুরুত্বপূর্ণ হয়ে যায় মুশফিকুর রহিমের কিপিং না করা। অবশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সবার কৌতুহল মেটান রাসেল ডমিঙ্গো।
টাইগার কোচ বলেন, ‘মুশফিকের সাথে আলোচনা করে দুই ম্যাচ পর কিপার পরিবর্তনের সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। দ্বিতীয় ম্যাচের পর তার কিপিং করার কথা। সে আমাকে বলেছে, টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না। আমাদের তাই এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না মুশফিকের আর এই ফরম্যাটে কিপিং করার তেমন ইচ্ছা আছে। আমরা তাই সোহানের দিকে মনোযোগ রাখছি, এবং তাকেই কিপিংয়ের দায়িত্ব দিতে যাচ্ছি।