বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

আগামী দুদিনের মধ্যে সরকার ঘোষণা হতে পারে: তালেবান

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১, ২০২১ ১০:২১ অপরাহ্ণ

আগামী দুদিনের মধ্যে আফগানিস্তানে সরকার ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই। আজ বুধবার বিবিসি পশতুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সরকারে নারীরাও অন্তর্ভূক্ত হবে। কিন্তু তাঁরা বড় কোনো জায়গায় থাকবে না। তাঁরা মন্ত্রী হবে না। সরকারের নিচু স্তরে তাঁদের ভূমিকা থাকবে।

শের আব্বাস স্তানিকজাই বলেন, ‘গত দুই দশকে যারা সরকারে কাজ করেছেন তাঁরা নতুন সরকারে অন্তর্ভুক্ত হবেন না।

সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য আমেরিকানদের দায়ি করে শের আব্বাস স্তানিকজাই বলেন, ‘কাবুল বিমানবন্দর মেরামতে ৩ কোটি ডলারের প্রয়োজন।

তালেবানের এই মুখপাত্র বলেন, কাবুল বিমানবন্দর আগামী দু’দিনের মধ্যে পুনরায় কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হবে।

উল্লেখ্য, মার্কিন সেনাদের বহন করা শেষ ফ্লাইটটি গত সোমবার মধ্যরাতে কাবুল বিমানবন্দর ছেড়ে যায়। যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ায় ২০ বছর পর ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ পায় তালেবান। এর আগে তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!