রবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. তারুণ্য
  11. দাশুড়িয়া
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. পাকশী
  15. পাবনা

চার আর্জেন্টাইনকে ধরতে মাঠে ঢুকে গেলেন ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা, ম্যাচ স্থগিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৫, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
চার আর্জেন্টাইনকে ধরতে মাঠে ঢুকে গেলেন ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা, ম্যাচ স্থগিত

এ যেন শ্বাসরুদ্ধকর এক সিনেমা!‌‌ এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো ব্রাজিলের কোয়ারেন্টিন নিয়ম না মেনে দেশটায় খেলতে এসেছেন, এই দায়ে আজ খেলতে পারবেন না, এমনটা শোনা গেলেও শেষমেশ তাঁদের নিয়েই দল সাজিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শুরুও হয়ে গিয়েছিল ব্রাজিলের সাও পাওলোতে।

কিন্তু বিধি বাম! সাত মিনিট যেতে না যেতেই ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যদের নিয়ে হানা দেন মাঠে। হুট করে মাঠে ঢুকে পড়েন মার্তিনেজ, রোমেরো ও লো সেলসোকে আটক করার জন্য। খেলোয়াড় ও স্বাস্থ্য সংস্থার কর্তাদের মধ্যে হাতাহাতিও হয়েছে। এই অভূতপূর্ব কাণ্ডের জন্য ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের সংবাদ দিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা।

ম্যাচ যদি আসলেই স্থগিত হয়ে যায়, সে ক্ষেত্রে ক্ষতি হবে ব্রাজিলেরই। কনমেবল জানিয়েছে, ম্যাচ আয়োজিত না হলে আর্জেন্টিনাকে তিন পয়েন্ট দেওয়া হবে। সাও পাওলোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, ব্রাজিলের করোনার নিয়ম অনুযায়ী দেশটিতে অব্রাজিলীয়দের ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে সরাসরি প্রবেশের অনুমতি নেই। তবে বিশেষ ক্ষেত্রে বিষয়টিতে ছাড় দেওয়া হয়। সে ক্ষেত্রে ব্রাজিলে প্রবেশের আগে নির্দিষ্ট ব্যক্তিদের কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অন্যথায় ব্রাজিলে প্রবেশের পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে।

অ্যাস্টন ভিলা ও টটেনহামে খেলার কারণে এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জোভান্নি লো সেলসোর কেউই ১৪ দিনের এই কোয়ারেন্টিন পালন করেননি। তাঁরা ইংল্যান্ড থেকে প্রথমে পা রেখেছেন আর্জেন্টিনায়। সেখান থেকে তারা ভেনেজুয়েলায় ম্যাচ খেলে পা রেখেছেন ব্রাজিলে। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলায় যদি তাঁরা ১৪ দিন কাটিয়ে আসতেন তাহলে আর আইন তাঁদের আটকাতে পারত না বলেই জানিয়েছে সাও পাওলোর স্বাস্থ্য বিভাগ। এই নিয়েই গত দুদিন ধরে সংশয়ে ছিল আর্জেন্টিনা।

ম্যাচ শুরুর আগেও পরষ্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছিল। ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সি ‘আনভিসা’র বরাত দিয়ে সাংবাদিক স্যাম স্ট্রিট জানিয়েছিলেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরুর মাত্র দুই ঘন্টা আগে চারজন আর্জেন্টাইন খেলোয়াড়কে দেশ ছাড়ার আদেশ দিয়েছে ব্রাজিল। ওদিকে আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিএনটি স্পোর্ত ও টিওয়াইসি স্পোর্তের গাস্তন এদুল জানিয়েছিলেন, এতকিছুর পরেও ম্যাচ খেলতে পারবেন এই চারজন। টিওয়াইসি স্পোর্ত জানিয়েছিলেন, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে আশ্বস্ত করেছে, চার তারকা ঠিক সময়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওয়ানা হবেন বাকি সতীর্থদের সঙ্গেই। খেলবেন ব্রাজিলের বিপক্ষে।

টিওয়াসি ও টিএনটি স্পোর্তের খবরই সত্যি হয়েছিল। মাঠে নেমেছিলেন মার্তিনেজ, রোমেরো ও লো সেলসো। সাত মিলিটের খেলা হয়েও গিয়েছিল। এরপরেই মাঠে হানা দেন ব্রাজিলের স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির কর্তারা। সঙ্গে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যও। আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে তাঁদের হাতাহাতিও হয়। ওদিকে লিওনেল মেসিকে দেখা যায় ব্রাজিল কোচ তিতে, অধিনায়ক নেইমার ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করত।

কিছুক্ষণ পর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ব্রাজিলের খেলোয়াড়েরা কিছু বুঝতে না পেরে মাঠেই ঘোরাঘুরি করতে থাকেন। ড্রেসিংরুমে ব্রাজিলের রাইটব্যাক দানি আলভেসের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় মেসিকে। রেডিও কন্তিনেন্তালকে দেওয়া সাক্ষাৎকারে মেসি নিজের অসন্তোষের কথাও জানিয়েছেন বেশ ভালোভাবে, ‘আমরা ব্রাজিলে তিন দিন ধরে অবস্থান করছি। ওরা তাহলে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করল কেন?

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
তৃণমূল নেতাকে বিয়ে করতে যাচ্ছেন সুদীপ্তা

তৃণমূল নেতাকে বিয়ে করতে যাচ্ছেন সুদীপ্তা

রূপপুর স্টেশন বদলে দেবে ঈশ্বরদী

রূপপুর স্টেশন বদলে দেবে ঈশ্বরদী

আকাশপথে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ভারী যন্ত্রপাতি পাঠালো রাশিয়া

আকাশপথে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ভারী যন্ত্রপাতি পাঠালো রাশিয়া

ঈশ্বরদী-রাশিয়ানদের বহনকৃত মাইক্রো ছিনতাইয়ের ২০ দিন পার হলেও উদ্ধার তৎপরতা নেই পুলিশের

ঈশ্বরদী-রাশিয়ানদের বহনকৃত মাইক্রো ছিনতাইয়ের ২০ দিন পার হলেও উদ্ধার তৎপরতা নেই পুলিশের

পাকশীতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তিকারী বিজেপি নেতাদের শাস্তি দাবি

পাকশীতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তিকারী বিজেপি নেতাদের শাস্তি দাবি

ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র, মাদকসহ ১ বিক্রেতা আটক

ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র, মাদকসহ ১ বিক্রেতা আটক

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তায় এসএসএফ

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তায় এসএসএফ

পাবনা বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার, অনেকে আতঙ্কে বাড়িছাড়া

পাবনা বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার, অনেকে আতঙ্কে বাড়িছাড়া

কানে কম শোনেন ৪২ শতাংশ রিকশাচালক

কানে কম শোনেন ৪২ শতাংশ রিকশাচালক

ছাদবাগানে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা ওয়াহিদা ইয়াসমিন

ছাদবাগানে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা ওয়াহিদা ইয়াসমিন

error: Content is protected !!