সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. তারুণ্য
  11. দাশুড়িয়া
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. পাকশী
  15. পাবনা

একসাথে তিন ছেলে সন্তানের জন্ম

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
একসাথে তিন ছেলে সন্তানের জন্ম

এক সাথে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বেদেনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ। রোববার রাত সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার পাইকপাড়ায় অবস্থিত দি বসুন্ধরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারেরর মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

বেদেনা আক্তার জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়ার নূর ইসলামের স্ত্রী। ওই দম্পতির আরও চারটি সন্তান রয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক ও কনসালটেন্ট আইরিন হক ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন।

হাসপাতালের কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. খোকন দেবনাথ জানান, রোববার রাত ১০টার দিকে প্রসূতি বেদেনা আক্তারের শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তারা আগেই জানতেন তার গর্ভে দুটি সন্তান রয়েছে। হাসপাতালে আনার সময় মায়ের গর্ভে শিশুদের নড়াচড়া কম ছিল। প্রসূতির শরীরে রক্তের পরিমাণও ছিল কম। এ কারণে রাত সাড়ে ১১ টার দিকে দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রপাচারের মাধ্যমে ওই নারী তিনটি ছেলে সন্তানের জন্ম দেন।

তিনি আরও বলেন, জন্ম নেওয়া শিশু তিনটির ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৬৫০ গ্রাম । দুটি শিশুর শারীরিক অবস্থা মোটামুটি ভালো । তবে একটি শিশুটির শারীরিক অবস্থা তেমন ভালো না। তবে শিশুদের মা ভালো আছেন।

তিনি জানান, জন্ম নেওয়া তিনটি শিশুর ওজন কম হওয়ায় তাদেরকে ইনকিউবেটরে (নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে) রাখা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!