রেলওয়ে ব্যবস্থাকে আধুনিক যুগোপযোগী করতে এবং যাত্রী সেবার মান বাড়াতে পশ্চিমাঞ্চল রেলওয়ে জোন ঈশ্বরদী রেলওয়ের লোকোমোটিভ কারখানা লোকোসেড পরিদর্শন করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর মহা-ব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল-থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদী লোকোসেড লোকোমোটিভ কারখানার গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো পরিদর্শন করেন।
রে ঈশ্বরদী লোকোসেড থেকে পরিদর্শন গ্যাংকার ট্রেনে চড়ে বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। পথে চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, জামতৈল স্টেশনের রেললাইনের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করবেন।
তার আগে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছান তিনি।
এসময় পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদূল হক, প্রধান যান্ত্রিক প্রকৌশলী কুদরত ই খোদা, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা, আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম (লোকো) আশীষ কুমার মণ্ডল, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল রুম্পা প্রমুখ।
পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের আওতায় কোনো ভোগান্তি ছাড়া সঠিক সময়ে ট্রেন চলাচলের জন্য যাত্রীসেবার মান বৃদ্ধিতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। যার পরিপ্রেক্ষিতে পাকশী বিভাগীয় রেলওয়েতে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কাজগুলো চলমান রয়েছে। প্রকল্পের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে কোনো ভোগান্তি থাকবে না। রেললাইনে কোনো ক্রটি আছে কিনা, সমস্যা থাকলেও তা সমাধানে কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।