মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. তারুণ্য
  11. দাশুড়িয়া
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. পাকশী
  15. পাবনা

আগামীকাল ঈশ্বরদীতে আ.লীগের সম্মেলন-কঠোর নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৮, ২০২১ ২:৩১ অপরাহ্ণ
আগামীকাল ঈশ্বরদীতে আ.লীগের সম্মেলন-কঠোর নিরাপত্তা জোরদার

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠসহ এর আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।

জানা গেছে, দীর্ঘ সাত বছর পর আগামীকাবুধবার ১১টায় অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান ও বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস এতে সভাপতিত্ব করবেন। সম্মেলনকে কেন্দ্র করে দলের দুইটি পক্ষের মধ্যে কয়েক দিন ধরে দ্বন্দ্ব-সংঘাত ও মহড়া চলছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে উৎকণ্ঠা।

এদিকে আজ মঙ্গলবার বিকেলে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সম্মেলনস্থল পরিদর্শন করেছেন।

সম্মেলনের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির বলেন, সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা শতাধিক পুলিশ সদস্য ছাড়াও রিজার্ভ পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুলিশের গোয়েন্দা সদস্যরাও সাদা পোশাকে সম্মেলনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সূত্র জানায়, বুধবার দুপুরের পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হবে। ৩১৬ জন কাউন্সিলর এতে যোগ দেবেন। তাঁদের মতামতের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান কনক শরীফ প্যানেলের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস- পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এ তথ্য জানান।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!